This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, July 20, 2025

 বোদায় ছাত্রদল সহসভাপতিকে মারধরের কারনে চারজন বহিস্কার


ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা ওরফে রিয়াজের ওপর হামলা ও মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ জন্য পঞ্চগড়ের বোদার স্থানীয় ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ছবিঃ মাসুদ রানা



গতকাল রোববার বিকেলে বোদা উপজেলার সাকোয়া বাজারে এই মারধরের ঘটনা ঘটে। পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) প্রয়াত সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাওয়ার সময় হামলা ও মারধরের শিকার হন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকার বাসিন্দা হলেও ঢাকায় ছাত্রদলের রাজনীতি করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে এক যুবককে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারছেন। সাদা পায়জামা পড়া ওই যুবককে মারধরের সময় পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। ছড়িয়ে পড়া মারধরের ভিডিওটি কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রানাকে মারধরের বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক। ঘটনার পর আশপাশের লোকজন মাসুদ রানাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল (ইমন), সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ সোমবার সকালে ছাত্রদলের ভেরিফায়েড পেজে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (পদমর্যাদায় সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বহিষ্কারাদেশের তথ্য নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান বলেন, ‘ছড়িয়ে পড়া ভিডিওতে যে কয়েকজনকে দেখা যাচ্ছে তাঁদের সবার বয়স ৪০ থেকে ৪৫ বছরের ওপরে। ভিডিওতে ছাত্রদলের কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু কেন্দ্রীয় সহসভাপতি নিজে হামলার শিকার হয়েছেন তিনি কেন্দ্রে কী বলেছেন, সেটা আমাদের জানা নেই। তবে তাঁর ওপর এ ধরনের হামলা যাঁরা করেছেন এবং এর সঙ্গে যাঁরা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব জীবন সরকার বলেন, ‘মাসুদ রানা ভাই আমাদের উপজেলায় আসবেন, সেটা আমরা জানতামই না। তিনি হামলার শিকার হয়েছেন, সেটা আমরা ফেসবুকে দেখেছি। এই ঘটনায় শুধু আমরা চারজনই নয়, ছাত্রদলের কেউই ছিল না। ভিডিওতে যাঁদের হামলা করতে দেখা যাচ্ছে, তাঁরা আমাদের ছাত্রদলের কেউ নন। কে বা কারা আমাদের নাম বলেছে, জানি না, আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি হয়তো।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা বলেন, ‘যেহেতু কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে, আমরা এই সিদ্ধান্তের বাইরে যাচ্ছি না। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই মানব।’ এরপর পরে কথা হবে জানিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।








সোর্স ঃ প্রথম আলো